বাক্‌ ১৪৭ ।। আপন রায়

 

চরিত্র

 

 

কোন এক দৃশ্যে চেনা একটি চরিত্রকে হঠাৎ

অচেনা মনে হতেই দিনের গায়ে অন্ধকার

রঙের চাদর জড়িয়ে যায়,অথবা একই

দৃশ্যে অচেনা একটি চরিত্রকে হঠাৎ

চেনা মনে হতেই আলোর চাদরে

রাত ঢেকে গেল মনে হয়

 

দৃশ্যের পর দৃশ্য এমন করে বদলে যাচ্ছে

দৃশ্যের পর দৃশ্যে এমন করেই বদল আসে

 

একটি দৃশ্যের ভেতরে শুয়ে থাকতে থাকতে

হরেক রকম চরিত্র হয়ে উঠছো তুমি।আমি

সুতা ধরে দাঁড়িয়ে বেশ-কম ঠিক করে

দেওয়ার কেউ না হলেও অংশ নিচ্ছি

তোমার এই ক্রমাগত বদলে

 

সে নিতেই পারি,

আমাদের কারো একক জীবনও পুরোপুরি

নিজের হয় না কখনো

 

যতক্ষণ বিছানায় শুয়ে থাকি ততক্ষণই

বিছানাময় আমি এমনও তো নয়

আবার,

থালা রেখে মাটিতে ভাত ঢেলে নিলে

মাটিও থালা হয়ে যায়...

 


No comments:

Post a Comment