বাক্‌ ১৪৭ ।। অভিষেক সৎপথী

 

নির্জনতা ১

 

ডিমের সাদা অংশে আস্ত একটা আবছা ভোর থমকে

দাঁড়ায়, নির্জনতা নির্মাণের কায়িক শ্রম থেকে ক্ষনিকের বিরতি। পক্ষীবিদ বেগুনি রঙ দেখতে পায় এবং পক্ষীবিজ্ঞান। মাংস রান্নার আগে তেলে সামান্য চিনি নামের রঙ দিয়ে থাকে। এই রঙেই ভেসে থাকে

দেবদারু গাছের ওপর আস্ত একটা নির্জন সকাল।

 

নির্জনতা ২

 

নির্জনতা উপভোগ করতে করতে একপ্রকার বন্য ব্যাধির জন্ম নেয়, ঘামের সাথে ঝরে আক্ষেপ।জ্বর

আসে। প্রলাপের সাথে অমিতব্যয়ী গোপন বুদবুদ।

 

লাভ ক্ষতির অঙ্কে অনেক ভুলভ্রান্তি ব্যাখাতীত। গাছ

আঁকি, নীচের শেকড় ভুলে যাই। আমি ভাবি নদী একটা সাদা ক্ষীরে ভরা বাসক গাছ। পাথর গুলো ফুল। নির্জনতা উপভোগ করতে করতে এই স্বল্পস্থায়ী ব্যাধির জন্ম হয়।

 

 

ফাঁদ

 

লোকটা অদ্ভুত কায়দায়  মেয়েপাখি ধরে বাঁশের খাঁচায় পুরছে। একটার পর একটা পুরুষ পাখি স্ব-ইচ্ছায় আসছে। লোকটা ততোধিক যৌন উত্তেজনায় খপাখপ তুলে তুলে ভরছে। 

 


No comments:

Post a Comment