বাক্‌ ১৪৭ ।। রাজর্ষি দে

 

খান-তিনেক অদ্ভুত গল্প

 

সূর্যাস্ত  গায়ে দিয়ে ক্লাউন আবার মঞ্চে ওঠে

রঙ মাখা মুখের এক একটি মুদ্রায়

উল্লাসে ফেটে পড়ে তাবৎ দর্শক আসন

খেলা ফুরালে দেখা যায় ফাঁকা সার্কাস আর জনৈক আশাবাদী

 

অরণ্যের রাস্তা ধরে হেঁটে চলে নগ্ন পথিক

তাকে বাঘে খায় না, তাকে নিশি টানে না

পথের শেষে পৌঁছে অবশেষে নিশ্চিন্ত হয়

ক্ষুধার্ত স্বপ্ন খালি প্লেট সাজিয়ে বসে আছে

 

'কবি' প্রথম লেখা বিক্রি করে থালাভর্তি সুখাদ্য কেনেন

দ্বিতীয় লেখা বেচে জরির পোশাক 

পরেরটা সওদা করে সাতমহলা প্রাসাদ

 

শুধু কতগুলো লেখার বিনিময়ে একটি কবিতা ক্রয় করা যায় বুঝতে পারছেন না

2 comments:

  1. তিন নম্বর - অসাধারণ প্রকাশ!

    ReplyDelete