বাক্‌ ১৪৭ ।। বিশ্বজিৎ অধিকারী

 

কনফেশন

 

তোমাকে দেখতে পাই না ঊর্ধ্বে উঠে এলে

কল্পনারা সখীভাবে আসে

যাত্রা শুরুর আগে দূর থেকে দেখা স্মৃতিগুলি

তাক থেকে নামাই, পরপর সাজিয়ে রাখি,

নষ্ট অভ্যেস তবু আরও আরও দৃশ্য দাবি করে

 

সমস্ত আড়ালে শুধু মুখের অংশটুকু ছাড়া

ওষ্ঠাধর খুলে রাখা দুচোখ বোজানো,

আমাকে নিযুক্ত রেখে নিজে নিমজ্জিত হয়ে আছো

 

তখনই ঘরের সব জানালা দরজা খুলে যায়

একেকদিন ঢুকে আসে দুটি একটি অপরা রমণী

তোমার অলক্ষ্যে তারা শয্যার পাশে এসে বসে

তাদের উৎসাহে আমি তরতর শীর্ষে উঠে যাই


No comments:

Post a Comment