বাক্‌ ১৪৭ ।। অর্ক অপু

 


মোহনা মন্থন

 

ভাগাড়ে দেখতে পাচ্ছো না আমাকে। তোমার চোখ অতো নিচুতে যায় না। যেমন কাক বা কুকুর যেতে পারে চাইলেন।

 

তুমি দেখতে না পেলেও আমার শরীরজুড়ে নক্সা খেলে অসংখ্য কীট। ইঁদুর বিড়াল করে দাপাদাপি।

 

আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আবাসনের কাজের মেয়েরা। প্রতিদিনই দেখা হয়- উপহারে করে তোলে পূর্ণ।

 

আহা আহা দেখো, বোকা বরেরা আমাকে কনে ভেবে রুমাল নাকে হাঁটছে।

 

ভাগাড়ে দেখতে পাচ্ছো না আমাকে! মেয়র মহোদয়ও পায় না। কয়েকজন গাঁজাখোর আর 

'ময়লা জামার ফেরেশতারা' আমাকে পায়- নাড়াচাড়া করে- সরিয়ে নিতে চায় তোমার প্রেম থেকে দূরে, কেউ কি তা পারে? পেরেছে কোনদিন-

 

আমি যে এক দশমুণ্ডু রাবণ

দুর্গন্ধে ভরাবোই তোমাদের আবাসন।

 


No comments:

Post a Comment