বাক্‌ ১৪৭ ।। শঙ্খ চক্রবর্ত্তী

 


একটি ভালোবাসার কবিতা

 

কতগুলি মৃত্যুর কাছে বসে প্রশ্ন করি কেন আমি বাঁচতে পারছি না

তারা চুপ করে বসে থাকে যেন বোবাদের দেশ অন্ধের চশমা চোখে সবকিছু দ্যাখে,শোনে; কথা বলে না

আমি আবার জিজ্ঞেস করি কেন আমার বাঁচার অধিকার নেই

তারা হাসাহাসি করে নিজেদের মধ্যে

মুখ ফিরিয়ে নিয়ে নিজের উপর অভিমান করে বসি

তাহলে কি জীবনের অবয়ব আয়নায় মৃত্যু সেজে দাঁড়ায় ?

 

জ্বলন্ত আগুন কেটে পার হয়ে যাই জেরুজালেম

হিমাদ্রীর নিরবতায় হাতের তালু ঘষি, কিন্তু আমি তো শান্তি খুঁজেছি আজীবন

সমুদ্র ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সঙ্গীর মতো, ঠিক সময়ে আছাড় দেবে বলে

ছায়াকে আগলে রাখি ভয়ে

বন্ধুত্ব অবয়ব হলে মৃত্যুকে আপন করে আমি জীবনের উপর অন্যায় অভিমান করে বসি


No comments:

Post a Comment