বাক্‌ ১৪৭ ।। বিপ্লব গঙ্গোপাধ্যায়

 


আবেষ্টন

 

দৃষ্টিরেখা ভেঙে যায়

অনিদ্রাপাগল এই রাত 

হোর্ডিংয়ে ঝুলছে  - চাঁদ

সংস্পর্শে কেউ তাকে ছুঁয়ে  ফেলবে 

অর্ধনিমীলিত এক ইচ্ছের সুতোয়

 

তারাকীর্ণ আকাশের

সুপরিকল্পিত কিছু উপসর্গ ছিল

 

চুপচাপ নীরবতা পিঁড়ি পেতে বসে

 

সংক্রামক সময়ের ছায়া চোখে চোখ জড়িয়ে রেখেছে। 

 


1 comment: