বাক্‌ ১৪৭ ।। সবর্ণা চট্টোপাধ্যায়


কবরের কাছে চাঁদ


কবরের কাছে চাঁদ ভাসিয়েছে মাটির শরীর

তারপর দীর্ঘ পথ। দাঁড়িয়ে দেখেছি আমি ধীর

দূরে এক তারা যেন শহরের ঠিকানাটি খোঁজে

সে ও কি আমার মতো জলের মনের কথা বোঝে?



কত ছায়া মিশে যায় জলের গোপনে জাগে চাঁদ

জ্যোৎস্নায় চাপা পড়ে জং ধরা যত অবসাদ

কে দেখে বুঝবে বলো বনের গভীরে ফোটে ফুল

মা যেন ছড়িয়ে দেয় পিঠময় খোলা ভেজা চুল।



একদিন শেষ হবে পথ সব একই বিন্দুতে

সেইদিন পারো যদি আমার নজর দিয়ে দেখো

সংসার শুধু এক মায়ায় জড়ানো বনপথ

প্রতিদিন মরবার তারিখ তুমি কি লিখে রাখো?



যত ধুলো জড়ো হয় পিতলের ফুলদানি জুড়ে

কে বলো আমার মতো ভালোবাসা খুঁজে খুঁজে মরে?

 

 

1 comment:

  1. ভালো লাগল।
    শেষদিকে অন্ত্যমিল দুর্বল।

    ReplyDelete