বাক্‌ ১৪৭ ।। মানসী কবিরাজ

 

শতরঞ্জ ...

 

এখন আমাদের  মনখারাপের দিনগুলো

রঙিন হয়ে উঠছে ক্রমশ

নিরন্তর ভয় পেতে পেতে ,এখন বাঘকেও অনায়াসে

আগল খুলে ডাকি

এখন বন্দুকের নলেও , প্রেম গন্ধে মেতে থাকে

যাবতীয় রেশমি শিকার

কোনোরকম ম্যানিফেস্টো ছাড়াই, এখন দিব্যি এক হতে শিখে গেছে

আমাদের প্রতিবাদী স্বর

সমীকরণ বদলে গেছে মঁসিয়ে

কেমোফ্লেজ,

এখন আর কোনও কাজে আসছে না

আপনি বরং  ছাপোষা, সাদামাটা 

এসব ব্যাপারগুলো আয়ত্ত  করুন

 


1 comment:

  1. কবিতাটি খুব ভালো লাগল

    ReplyDelete