বাক্‌ ১৪৭ ।। সঞ্জীব নিয়োগী

 


সর্বজনীন মশারি


ফুটো দিয়ে চাঁদ হাসি করে...

পাগলের দেশে আজ কোলাকুলি হয়
দরদাম হয়...

এসো, বিড়ি ফুঁকি
পাইপগান শান দিই
জাতপাত ধর্মাধর্ম বলি

কে বুঝবে কোকিলের ভাষা
খাসা দিন পড়ে থাকে কন্ডোমের কোলে

পোকামাকড়ের জন্য উপযোগী দোহাই এনেছি
নিয়ে যাও এইরূপ আলোচনা আছে...


রঙের জাদুকর


সাদা কি ইজকুলেশনে সাহায্য করে না? কালো?

রঙ নিয়ে মদ নিয়ে ভালোই সাহারা...

ইশারা কি ভিজে যেতে যাবতীয় নয়?

নুন নিয়ে জল নিয়ে মাতন দোহারা...

আজ হোক কাল হোক মুঠো ভরা হাত
ধান থেকে বীজ থেকে উঠে আসে বাঁচা

এইভাবে হাতি মরে মহাভারতের

আহা, ঘুম-কড়া জোৎস্না রাত চির অকালের...

সাদা-কালো। ভাত-ঘুম। জড়ানো বিকেলে...

 

ভারতীয় মুদ্রার দুপিঠ

পকেট হাতড়ে কেউ গান গায়
গান শুনে হাত নেড়ে বিদায় জানায় বুঝি কেউ
ফুটপাথে রাখা টুপি মাথায় চাপিয়ে কেউ কাঁদে

রিজার্ভ ব্যাংকের বাইরে সিগারেট ধরিয়ে
অভিব্যক্তিহীন
অন্ধকারে
সেলফি তোলে কোনও নামহীন

এইসবই বোঝা যায়
ব্যঞ্জনার বিশদ ভেতরে না ঢুকেও
ছন্দ কেটে গেলে

কান থেকে প্রাণে
ফুরোনো দিনের সব গানে
সাদাকালো স্বপ্নের ক্যানভাসে

 



আসমুদ্র হিমাচল

ভয়ংকর বিচলিত হয়ে যান সৃষ্টি
তুমি এক এক দিন এরকম
একা থাকতে চাও বলে...

জানো না, আর কেউ খোঁজ নেবার নেই
জানো না, আর কেউ পাশে শোবার নেই
ঠ্যাং তুলে
গায়ে
যাবজ্জীবন

সৃষ্টি, দাঁড়া, ভ্যাবাচ্যাকা বেটাচ্ছেলে...

ওগো তুমি ছেড়ে এসো সমস্ত
অক্সিজেন
ওগো
আমি
কেঁপে যাব আইনের পোঁদে পোঁদে ঘুরতে ঘুরতে
ওগো...
যাঃ শালা
গেয়ে উঠছে হিমাচল সমুদ্দুর আ...


গাছের বিকেলে উদ্ভূত সমস্যা

রাহুল বিকেলে আজ এসেছিল
বলল, থাপার কে বোলো,

...ব্যস, এটুকুই

শেকড়ের ঘন উদ্ভূত সমস্যার কাছে
বসে থেকে আলাপের পর

এটুকুই...

আর্য-ক্লান্ত ঘামে

ইশারায়

ভারতের যোনির ভেতর
ভারতের গন্ধের ভেতর

ভেসে যায় উপুড় ও চিৎ লাশ
বহতা গাঙ্গেয় স্রোত

রাজকীয়

নরনারায়ণ ...



মিছিলের পর ঘরে ফেরা

পঞ্চরস যথা, মিছিল পশ্চাতে, রাঘব
পারে কি দহিতে
দাবানলে!

ভূজঙ্গ যেমতি, ক্ষুধামগ্ন
পড়িছে সম্মুখে, বর্বর চূড়ামণি, হে পিঞ্জরে!

মারী-পুষ্ট বিবেক বিধূর
ক্ষুরধার অনল সম দংশিবে কপটে, হে বাল!

এতেক বুঝিয়া মনে, কতক্ষণে
উচ্চারিল, মন্ত্র যথা, সমবেত, ফিরিবার ভ্যানে
বাগদি পাড়ার কূল বধূ

নরঃগণ আক্ষেপিয়া
রণক্লান্ত বসিলা যবে বৃক্ষচ্ছায়ে; অতঃপর
নারীকূল
একত্রি উপার্জিত ভারতীয় মুদ্রা
চলিলেন উনান জ্বালিতে, অন্তঃপুরে

দারু, তাড়ি রহিল পড়িয়া হেলায়, অর্ধভূক্ত
তারকাখচিত আকাশের নিচে
বীর্য যথা, ক্রীড়াকালে, বসনে, নিষ্ফল...

 


No comments:

Post a Comment