বাক্‌ ১৪৭ ।। শরণ্যা মুখোপাধ্যায়

 

অনন্ত ভাতের গন্ধ

 

লাবণ্যরেখা ধরে নেমে গেছে কাচের চুড়ির ঠুংঠাং,

যোগীর হৃদয়স্থিত সুরভার গহনে বেজেছে বড় ধীরে

এ আমার প্রমাণযোগ্য অধমর্ণতা

যাপনবাদলে ঢাকা ধূপগন্ধ আর প্রজা্পতি,

নারীমুখ, বিড়ম্বনা আর কিছু স্বার্থকাঙালি

সকল দেখে থাকি, অপলক মানচিত্র জুড়ে

শস্যগান বয়ে যায়, কুটিরের ধার ঘেঁষে আমি,

দু মুঠো পাবার জন্য, খরস্রোতা ঘ্রাণের আখরে,

এখনো কেবলই বসে, আনমনা এই যত্নঘরে

হে আমার ভিনগলি সুর…”

স্বৈরশাসক বাড়ে, বহ্নিময়, মহারুদ্রকায়

অনন্ত ভাতের গন্ধ আমার উঠোনে খেলে যায়


1 comment:

  1. দারুন, সুন্দর লাগল ।

    ReplyDelete