ভবিষ্যতের দিনলিপি
নদীতীর গোচারণ সিটি দিচ্ছে কেষ্টা
শ্রীমতী রাধিকা মগ্ন ফেবুর জগতে
।।
বৃক্ষরোপনের পরে চুক্তি হলো
কতোটা অক্সিজেন পেলে কতো দেবো জল
কৃত্রিম বুদ্ধিমত্তা সবুজ ছায়াটি সহ দেবে পাখিগান
গাছেরা মানে না তা
সেই কখন থেকে সমুদ্দুর মেঠে
উঠে আসে ভায়াগ্রা নীলছবি পরমাণু বোম
লক্ষ্মী শেষে উঠে এসে কেড়ে নেয়
মার্সিডিজের চাবি
রাম্পে হেঁটে হেঁটে মেদ ঝরে সরস্বতীর
তার সুডৌল স্তনে সিলিকন কারসাজি
বহু অতীতের এক অতিমারী
কেড়ে নিয়ে গেছে কেষ্টার বাঁশি রাধার নূপুর
রক্তে ঢোকানো আছে লিকুইড চিপ
বসন্তের দিনে তবু কুঞ্জছায়ার জন্যে পাতি
তমালের ডাল
পীরিতি উথলে ওঠে চোখ এড়ায় কড়া
সফটওয়্যার কম্যান্ড
।
আয় রে রাই আয় রে কানাই
আয় আয় পৃথিবী বানাই
।।
No comments:
Post a Comment