বাক্‌ ১৪৭ ।। নীলোৎপল গুপ্ত


 

  খোলা আকাশের নিচে দাঁড়ানোমাত্র যা ঘটল

 

  সম্ভবত এরকম অঙ্গীকারের পিছনে

   সেই শিউলিগাছটারই মদত ছিল বেশি

   তবু ফিরে এসে দেখি পাখি পতঙ্গরাও

   কম উল্লসিত নয়।

 

   তিন খন্ড আত্মজীবনী নিয়ে আকাশ 

   দাঁড়িয়ে আছে একা

   তার ভূমিকা ও পরিশিষ্ট মেঘ ও বিদ্যুতে    

   কিঞ্চিৎ সিপিয়াটোনিক ও অস্পষ্ট  

   যেন আমাদের ব্যক্তিগত স্বীকারোক্তিগুলির

   সেই একমাত্র কথক ও লিপিকার।

 

   বহু জন্ম প্রতীক্ষার পর আমরা আজ

   নিজস্ব মাউথ অরগ্যানের মুখোমখি।

   ফলে এমন মঞ্চ থেকে তোমার প্রস্থান

   এ- মুহূর্তে কোনোভাবেই অনুমোদিত হবে না

   শ্যাওলা ও নষ্টবীজ--- পাথর ও রৌদ্রজল

   সবাই আজ দর্শকের ভূমিকায়

    

   তোমার সমস্ত অভিযোগের বিপরীতে

   ওদেরও তো কিছু বক্তব্য আছে !! 

 


 


No comments:

Post a Comment